মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে তিনটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, সাংবাদিক ও বন বিভাগের কর্মচারীদের উপস্থিতিতে সাপ তিনটি অবমুক্ত করা হয়।
উদ্ধার হওয়া ৩টি সাপের মধ্যে ১৪ ফুট দৈর্ঘ্যের ও প্রায় ৭০ কেজি ওজনের একটি বৃহৎ বার্মিজ অজগর সাপ রয়েছে, যেটি সপ্তাহখানেক আগে উদ্যানের পার্শ্ববর্তী জাগছড়া লেবুবাগান থেকে উদ্ধার হয়েছিল। ওই অজগরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা দেশব্যাপী সাড়া ফেলে।
১৪ ফুট দৈর্ঘ্যের ওই অজগর সাপের ভিডিও ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১২ ফেব্রুয়ারি একটি ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর সাপকে একটি চা-বাগানের ভেতর দেখতে পান কয়েকজন চা–শ্রমিক। তখন সেই সাপের পেছন পেছন গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে তাঁরা ফেসবুকে পরদিন পোস্ট করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।
বিশেষজ্ঞরা জানান, বড় এ অজগর সাপ মূলত খাবারের জন্য বন থেকে বাইরে চলে এসেছিল। যদি পর্যাপ্ত খাবার বনে থাকত, তাহলে সাপগুলো আর বাইরে আসত না।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, অজগর সাপটিকে একটি লেবুবাগান থেকে ধরে পরে সেটিকে জাতীয় উদ্যানের ভেতরের রেসকিউ সেন্টারে রাখা হয়। গতকাল বিকেলে এটিসহ মোট তিনটি অজগর সাপ তাঁরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। তিনি আরও বলেন, ‘লাউয়াছড়া বন্য প্রাণীর জন্য একটি ভালো জায়গা। আমাদের সবার উচিত লাউয়াছড়াকে নিরাপদ ও প্রাণীবান্ধব রাখা।’