লালমনিরহাটে কোভিডে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনার প্রতীকী
রয়টার্স

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল আলম খন্দকার মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনি মারা যান। ওই চেয়ারম্যানের ছেলে মোফাখখারুল ইসলাম তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২০ আগস্ট ইউপি চেয়ারম্যান শফিকুল আলমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২৫ আগস্ট তাঁর করোনা শনাক্ত হয়। এর মাত্র দুদিন পরই তিনি মারা গেলেন।

লালমনিরহাট জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম খন্দকারসহ চলতি মাসে তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই তিনজনসহ জেলায় কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ৭।