লোহাগাড়ায় অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের কালু সিকদারপাড়ার একটি বাড়ির রান্নাঘরের চাল থেকে অজগরটিকে বস্তাবন্দী করেন স্থানীয় লোকজন
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোকালয় থেকে একটি অজগরের বাচ্চা উদ্ধার করে অভয়ারণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের কালু সিকদারপাড়ার একটি বাড়ির রান্নাঘরের চাল থেকে অজগরটিকে বস্তাবন্দী করেন স্থানীয় লোকজন। পরে বন বিভাগকে খবর দিলে আজ শনিবার দুপুরে সেটি উদ্ধার করা হয়।

আধুনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য মো. ফরিদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার রাত আটটার দিকে আমার ভাতিজা দেলোয়ার হোসেনের রান্নাঘরের চালে একটি অজগর সাপ দেখে সবাই চেঁচামেচি শুরু করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় অজগরটি ধরে বস্তায় ভরে রাখা হয়। এরপর বন বিভাগের লোকজনকে খবর পাঠালে তাঁরা এসে অজগরটি নিয়ে যান।’

চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, অজগরের বাচ্চাটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়লে স্থানীয় লোকজন সেটিকে আটক করে বন বিভাগকে খবর দেন। পরে তা উদ্ধার করে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। অজগরটির বয়স চার-পাঁচ মাস। এটি পাঁচ ফুট লম্বা ও ওজনে প্রায় চার কেজি হবে।