লৌহজংয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ২
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে সুকুম মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুকুম মিয়া কান্দিপাড়া গ্রামের মৃত আবদুল হাকিম মিয়ার ছেলে। এ ঘটনায় সুকুম মিয়ার প্রতিবেশী কালা মিয়া (৫৬) ও তাঁর ভাই খোকন মিয়াকে (৫৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে সুকুম মিয়ার নাতি (৪) ও তাঁর প্রতিবেশী কালা মিয়ার নাতি (৪) একসঙ্গে খেলছিল। এ সময় ওই দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুকুম মিয়ার নাতিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কালা মিয়ার নাতি। এটা নিয়ে সুকুম মিয়ার বাড়ির নারীদের সঙ্গে কালা মিয়ার বাড়ির নারীদের ঝগড়া হয়। পরে দুই বাড়ির পুরুষ সদস্যরাও ঝগড়ায় জড়িয়ে পড়েন।
ওই সময় কালা মিয়া ও খোকন মিয়া সাত-আটজন লোক নিয়ে গিয়ে ঘরে ঢুকে সুকুম মিয়াকে শাবল দিয়ে আঘাত করে ও চ্যালা কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল তায়াবির বলেন, ‘গত রাতে মেদিনী মণ্ডল এলাকায় শিশুদের একটি তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া শুরু হয়। এ ঘটনায় প্রতিপক্ষের কয়েকজন লোক সুকুম মিয়াকে মারধর করেন। শুনেছি গত রাতে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।’
ওসি আবদুল্লাহ আল তায়াবির আরও বলেন, অভিযুক্ত কালা মিয়া ও খোকন মিয়া নামের দুইজনকে আটক করা হয়েছে। অন্যরা পলাতক। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে।