নতুন করে ৯২ জন শনাক্তের মধ্য দিয়ে রাজশাহী বিভাগে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ১৫ হাজারের বেশি মানুষ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন, মারা গেছেন ২৮৫ জন। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল রোববার বিভাগে নতুন করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়ায় ৩৫ জন, রাজশাহীতে ১১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৯ জন, নওগাঁয় ১ জন, জয়পুরহাটে ১৬ জন, সিরাজগঞ্জ ও পাবনায় ১০ জন আছেন। বিভাগের আট জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ১৯৫ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৪ হাজার ৭৬৫ জন, সিরাজগঞ্জে ২ হাজার ২৮ জন, নওগাঁয় ১ হাজার ২৩৮ জন, পাবনায় ১ হাজার ৬২ জন, জয়পুরহাটে ১ হাজার ৪০ জন, নাটোরে ৯৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৭ জন শনাক্ত হয়েছেন।
গোপেন্দ্র নাথ আচার্য্য আরও জানান, রোববার কোভিডে বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নওগাঁর, আরেকজন বগুড়ার। এ পর্যন্ত বিভাগে মারা গেছেন ২৮৫ জন। বিভাগে কোভিডে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে বগুড়ায় ১৭৩ জনের।
এ ছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৮ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জন এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।
বগুড়ায় কোভিডে নারীর মৃত্যু
রোববার রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ২৯২ জন। এর মধ্যে রাজশাহীর ২৯ জন, বগুড়ার ৬২ জন, নওগাঁর ১০ জন, নাটোরের ৪ জন, জয়পুরহাটের ১১০ জন, সিরাজগঞ্জের ৬৩ জন ও পাবনার ১৪ জন করোনা জয় করেছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৮ জন। এর মধ্যে বগুড়ার ৬ হাজার ১৯৯ জন, রাজশাহীর ৩ হাজার ৬৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর ১ হাজার ৯৬ জন, নাটোরের ৭২১ জন, জয়পুরহাটের ৩৪০ জন, সিরাজগঞ্জের ১ হাজার ৪৭৪ জন ও পাবনার ৯৬৭ জন সুস্থ হয়েছেন।