শামসুল আলম
ছবি: সংগৃহীত

শপথ গ্রহণের ২২ দিনের মাথায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (৭২) মারা গেছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছনহরা ইউনিয়নের নিজ বাড়িতে বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় দ্রুত পটিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে মামুনুর রশিদ।

পটিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাস বলেন, হাসপাতালে আনার আগেই শামসুল আলমের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। তিনি আগে থেকেই হৃদ্‌রোগসহ নানা রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগেই তাঁর মৃত্যু হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলার ১৭টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছনহরা ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে জয় পান শামসুল আলম। ৩ মার্চ তিনি শপথ গ্রহণ করেন।