শাজাহানপুরে বসতবাড়ি নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে মিলল প্রাচীন মূর্তি
বগুড়ার শাজাহানপুরে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মূল্যবান পাথরের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার সাজাপুর উত্তরপাড়ায় পরিবহনশ্রমিক বকুল মিয়ার বসতবাড়িতে মাটি খুঁড়তে গিয়ে এ মূর্তি উদ্ধারের ঘটনা ঘটে। প্রাচীন আমলের মূর্তি উদ্ধারের খবর পেয়ে স্থানীয় লোকজন তা একনজর দেখার জন্য সেখানে ভিড় করেন। খবর পেয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মূর্তিটি হেফাজতে নেন।
গৃহকর্তা বকুল মিয়া বলেন, তিনি পুরোনো বাড়ি ভেঙে ইট দিয়ে নতুন বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। আজ মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন আমলের পাথরের মূর্তিটি বেরিয়ে আসে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দেন। বিকেলের দিকে ইউএনও পুলিশ সঙ্গে নিয়ে এসে মূর্তিটি প্রশাসনের হেফাজতে নেন।
প্রাচীন আমলের মূর্তি উদ্ধারের খবর পেয়ে স্থানীয় লোকজন তা একনজর দেখার জন্য সেখানে ভিড় করেন।
স্থানীয় লোকজন জানান, গ্রামে এখন হিন্দু পরিবার নেই। তবে একসময় হিন্দু পরিবারের বসবাস ছিল। এটি সম্ভবত শিবমূর্তির অংশবিশেষ। গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলেন, মুক্তিযুদ্ধের আগে এই এলাকা ঘন জঙ্গলে ভরা ছিল। অনেক হিন্দুবাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী লুটতরাজ চালিয়েছে। সে সময় কোনো বাড়ি থেকে মূর্তি লুট করে তারা এনে এখানে ফেলে রাখতে পারে।
ইউএনও আসিফ আহমেদ বলেন, সাজাপুর গ্রামে বসতবাড়ি নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন আমলের পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মূর্তি উদ্ধার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।