শার্শা সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

যশোরের শার্শা সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে শার্শা উপজেলার পাঁচভুলোট গাজীপাড়া এলাকার ইছামতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম (২৭)। তিনি শার্শা উপজেলার পাঁচভুলোট পুটখালী গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। শরিফুলের স্ত্রী ও ছয় বছর বয়সের একটি ছেলে রয়েছে।
বিজিবি, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে অবৈধ পথে মাছের রেণু আনতে শরিফুল ভারতে যান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ বেলা ১১টার দিকে ইছামতী নদীতে তাঁর লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও বিজিবি সদসদের খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শরিফুলের চাচা সিরাজুল ইসলাম বলেন, ‘শার্শা উপজেলার রাজগঞ্জ গ্রামের তাজমিল (৩৩) সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে শরিফুলকে ডেকে নিয়ে যান। রাত নয়টার দিকে ফোন দিয়ে শরিফুলের মুঠোফোন সেট বন্ধ পাওয়া যায়। তখন আমাদের সন্দেহ হয়। এ সময় তাজমিলের কাছে শরিফুলের খোঁজ জানতে চাইলে তিনি আমাদের জানান যে “শরিফুল মাছের রেণু আনতে ভারতে গেছে। সময়মতো চলে আসবে।” এরপর অনেক খোঁজাখুঁজি করেও শরিফুলকে আর পাওয়া যায়নি। এক দিন পর আজ সকালে ইছামতী নদীতে তাঁর লাশ পাওয়া গেল। বুকে গুলিবিদ্ধ অবস্থায় নদী থেকে পুলিশ ও বিজিবি তাঁর লাশ উদ্ধার করে।’
এ ব্যাপারে বিজিবির খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-ইলাহী বলেন, সীমান্তের ইছামতী নদীতে একটি লাশ ভাসছে—এ খবর পেয়ে বিজিবির টহল দল পাঠানো হয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত বলা যাবে।