শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিদিন ১২ ঘণ্টা লকডাউনে থাকবে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে এ নিয়ম কার্যকর করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, লকডাউনের সময় বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি যেসব শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী-কর্মচারীর ক্যাম্পাসে কাজ রয়েছে, তাঁরা এ সিদ্ধান্তের বাইরে থাকবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যার পর থেকে সাধারণত বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে ও আড্ডা দিতে জড়ো হন। তাই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকি এড়াতে এ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ কমে গেলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন তুলে ফেলা হবে।’