শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্ত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের অভিযোগ, ইব্রাহিম আলী (২৫) নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্তে গুলির ঘটনায় ইব্রাহিম মারা গেছেন। তাঁর লাশ বিএসএফের কাছে আছে বলে দাবি তাঁদের। ইব্রাহিম আলী শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তালেরের ছেলে।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, আজমতপুর সীমান্তে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কি না এবং বিএসএফের গুলিতেই নিহত হয়েছেন কি না, সেটার খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।