মাদারীপুরের শিবচর উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে আসা দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান এ জরিমানা করেন।
যে দুজনকে জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন—উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী আবদুল আলীম মিয়া ও ভান্ডারীকান্দি ইউনিয়নের সদস্য পদপ্রার্থী কামাল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১১ এপ্রিল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার দুপুরে আবদুল আলীম মিয়া ও কামাল হোসেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বিপুল পরিমাণ লোকজন ও মোটরসাইকেলে বহর নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই দুই প্রার্থীকে আর্থিক জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দুজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।