শিবচরে নছিমন উল্টে প্রাণ গেল দুই নির্মাণশ্রমি‌কের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নছিমন (থ্রি হুইলার) উল্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নছিমনে থাকা ১২ শ্রমিক। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হাজী শরিয়ত উল্লাহ সেতুসংলগ্ন আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার কাদিরপুর ইউনিয়নের সিকিম আলী মাদবরকান্দি গ্রামের মান্নান আকনের ছেলে ইলিয়াস আকন (৫০) ও চরগজারিয়া এলাকার হামেদ মাতুব্বরের ছেলে লোকমান মাতুব্বর (৩৫)।

শিবচর হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবচরের দত্তপাড়া এলাকার একটি ছাদ ঢালাইয়ের কাজ শেষে নছিমনে করে বাড়ি ফিরছিলেন ১৭ জন নির্মাণশ্রমিক। ওই নছিমনে ঢালাইয়ের কাজে ব্যবহৃত মেশিনও ছিল। হাজী শরিয়ত উল্লাহ সেতুর টোলপ্লাজা পার হয়ে আন্ডারপাসের কাছে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে নছিমনটি উল্টে যায়। এতে নছিমনে থাকা ১২ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ইলিয়াস আকন, ডিগ্রির চর এলাকার মো. রফিক (৩০), মো. সোহেল (৩০), যাদুয়ারচর এলাকার কালু (৪০) ও লোকমান মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস আকন ও লোকমান মাতুব্বর মারা যান।


মো. রিপন মাতুব্বর নামের এক শ্রমিক বলেন, ‘আন্ডারপাস দিয়ে আসা মাইক্রোবাসকে সাইড দিতে গিয়েই আমাদের নছিমনটি রাস্তার পাশে উল্টে যায়। নছিমনের ওপরে ঢালাই মেশিন ছিল। ওই মেশিনের চাপায় পড়েন তিনজন। এর মধ্যে দুজন মারা গেছেন।’

শিবচর হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন বলেন, গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।