শিবপুরে ট্রাকচাপায় ইমাম নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত ট্রাকের চাপায় একজন ইমাম নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ইমামের নাম মজিবর রহমান (২৫)। তিনি শিবপুরের ইটাখোলাসংলগ্ন একটি জামে মসজিদের ইমাম। মজিবর রহমান শিবপুরের জয়নগর ইউনিয়নের মুরগীবের গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আজ ভোরে ওই মসজিদে নামাজ পড়াতে বের হয়েছিলেন মজিবর রহমান। ঢাকা-সিলেট মহাসড়ক ধরে সাইকেলে করে যাওয়ার সময় শহীদ মিনার এলাকায় একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দেয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক জানান, ‘তাঁকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ইমামের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তাঁর পরিবারের সদস্যদের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।