শিবপুরে মহাসড়কের পাশের ডোবায় পড়ে ছিল যুবকের লাশ

পরিত্যক্ত ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে নরসিংদীর শিবপুরের কারারচরে
ছবি: প্রথম আলো

নরসিংদীর শিবপুরের পুটিয়া ইউনিয়নের কারারচরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ডোবাটি কারারচর এলাকার একটি প্লাস্টিক কারখানার সামনে।

লাশের সঙ্গে পড়ে থাকা ব্যাগ, কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম হাসিবুল আলম (২২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত সোহরাব হোসাইনের ছেলে। তবে এটি তাঁর আসল পরিচয় কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত পথচারীরা ডোবাসংলগ্ন স্থানটিতে ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পান। তাঁরা কৌতূহলী হয়ে রক্তের উৎস খুঁজতে শুরু করেন। এর পরই ওই ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত যুবকের মাথা, বুক ও কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, এ স্থানেই যুবককে হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে যায় হত্যাকারীরা। তবে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রটি যুবকের কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। হত্যার কারণ তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।