শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় চকলেট দেওয়ার কথা বলে চার বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে (১৬) আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার একটি গ্রামের চার বছরের মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। প্রতিবেশী এক কিশোর মেয়েটিকে চকলেট দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই কিশোর পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে বাগমারা থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ প্রথম আলোকে বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। সে মাদকাসক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।