default-image

ঢাকার সাভারে আট বছরের শিশুকে গতকাল শুক্রবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়। মেয়েটিকে চিকিৎসার জন্য ওয়ান–স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার কামাল হোসেন (৩২)।

বিজ্ঞাপন
শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত), সাভার থানা

পুলিশ জানায়, মেয়েটির মা–বাবা পোশাক কারখানায় চাকরি করেন। শুক্রবার সকালে তাঁরা মেয়েকে বাসায় রেখে কর্মস্থলে যান। এর কয়েক ঘণ্টা পর কামাল মেয়েটিকে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। খবর পেয়ে মেয়েটির মা ও বাবা ফিরে এসে সন্ধ্যায় সাভার থানায় মামলা করেন। এর আগেই পুলিশ কামালকে গ্রেপ্তার করে। আজ তাঁকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।

মন্তব্য পড়ুন 0