default-image

সিলেটের দক্ষিণ সুরমার কিনব্রিজের মুখে বসে ছয় বছর বয়সের শিশু সামিয়া কান্নাকাটি করছিল। শিশুটির কান্না দেখে এগিয়ে যান পথচারী মোছা. আছমা বেগম। তবে শিশুটি নিজের নাম বলতে পারলেও মা–বাবা কিংবা বাড়ির ঠিকানা বলতে পারছিল না। পরে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যান তিনি। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মোছা. আছমা বেগম সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুর শিববাড়ি এলাকার বাসিন্দা। পরে তিনি গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ সুরমা থানায় শিশু সামিয়াকে নিয়ে যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তিনি শিশু সামিয়াকে খুঁজে পাওয়ার বিষয়টি জানান। গতকাল রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ বলেন, পুলিশ শিশু সামিয়ার পরিবারের লোকজনকে খুঁজছে। এর মধ্যে শিশুটিকে মোছা. আছমা বেগমের পরিবারের জিম্মায় রাখা হয়েছে। তাঁরা শিশুটিকে দেখভালের দায়িত্ব নিতে চেয়েছেন। শিশুটির অভিভাবকদের পাওয়া গেলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। শিশুটির অভিভাবকদের সিলেটের দক্ষিণ সুরমা থানায় যোগাযোগের জন্য বলেন তিনি।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন