default-image

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কিছু এলাকায় আগামী শুক্রবার ভোররাত সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল ) ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) হরিপুরে ভাল্‌ভ প্রতিস্থাপনের কাজ করবে। এ জন্য এসব স্থানে গ্যাস সরবরাহে সাময়িক এ বিঘ্ন ঘটবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—শীতলক্ষ্যা নদীর পশ্চিম পার্শ্বের নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও তৎসংলগ্ন এলাকা, শীতলক্ষ্যা নদীর পূর্ব পার্শ্বে কাচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও এর আশপাশের এলাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়া ওই সময়ে কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন