default-image

শেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মোবারক হোসেন এ তথ্য জানান।

গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে গত মঙ্গলবার জেলা সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়েছিলেন। তবে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর তিনি করোনায় সংক্রমিত হলেন। জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হওয়া ব্যক্তির সংখ্যা ৬৩৪ জন।

চন্দন কুমার পাল বর্তমানে শহরের শিববাড়ি এলাকার বাসায় আইসোলেশনে আছেন। রোগমুক্তির জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ইউএইচএফপিও মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, চন্দন পাল জেলা সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ এবং গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন