বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় এক কিশোর পথচারী নিহত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সুজন মিয়া (১৭) ধুনট উপজেলার গোঁসাইবাড়ি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তার চায়ের দোকান ছিল।
সুজনের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুজন তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল রাত সাড়ে ১০টায় দিকে সে সড়কের ধুনট বাসস্ট্যান্ড এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত তিনটায় সে মারা যায়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) এ কে এম বানিউল আনাম বলেন, আজ রোববার সকালে ওই সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়। আইনগত প্রক্রিয়া শেষে সকাল নয়টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।