default-image

শেরপুরের নকলা উপজেলায় ভটভটি ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার বারইকান্দি এলাকায় শেরপুর-নকলা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ভ্যানচালকের নাম মো. সামিদুল হক (৪২)। তিনি উপজেলার পশ্চিম নকলা গ্রামের আবদুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজার থেকে মাল বোঝাই করে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে নকলা যাচ্ছিলেন সামিদুল হক। বারইকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ভ্যানচালক সামিদুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সামিদুল মারা যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন