default-image

শেরপুরের শ্রীবরদীতে সেপটিক ট্যাংক বানাতে গিয়ে মাটি চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শ্রমিকের নাম লোকমান মিয়া (৩০)। তিনি উপজেলার মামদামারী নয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে। গতকাল শুক্রবার রাতে পৌর শহরের সাতানী শ্রীবরদী শান্তিবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে লোকমান মিয়া শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী শান্তিবাগ এলাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যান মো. মাসুদের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। এ সময় সেপটিক ট্যাংকের নিচে ইটের গাঁথুনি করার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়লে লোকমান মাটিচাপা পড়ে গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান মাটিচাপা পড়ে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন