শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড
শেরপুরের নালিতাবাড়ীতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফরমান আলী (৪২)। তিনি নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আদালত একই সঙ্গে আসামি ফরমান আলীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ আগস্ট দুপুরে ওই শিশু স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় ফরমান আলী ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ওই শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে যান। তখন ফরমান আলীর বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে ফরমান আলী ওই শিশুকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুর চিৎকারে তার মা–বাবা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে ফরমান পালিয়ে যান।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরমান আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর নালিতাবাড়ী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম আসামি ফরমান আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম কিবরিয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামি গ্রেপ্তারের দিন থেকেই এ রায় কার্যকর হবে। তবে ঘটনার পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি ফরমান আলী পলাতক থাকায় তাঁর পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।