স্থানীয় বাসিন্দা ও বৃক্ষপ্রেমী আবুল হোসেন বলেন, ‘আমরা বৃক্ষনিধন চাই না। উন্নয়ন করতে হবে, তবে বৃক্ষনিধন করে নয়। এই বটবৃক্ষগুলোর বয়স শত বছরের পুরোনো, যা এলাকার ঐতিহ্য।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) আনোয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, হাটের উন্নয়নকাজ করতে নিয়ম মেনেই বন বিভাগের মাধ্যমে গাছগুলোর মূল্য নির্ধারণ করে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। এরপর যথাযথ প্রক্রিয়ায় দরপত্রের মাধ্যমে চূড়ান্ত মূল্যেই গাছগুলোকে ঠিকাদারদের কাছে বিক্রি করা হয়েছে।