শ্বাসরোধে বৃদ্ধকে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা

অপমৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলায় শ্বাসরোধে বৃদ্ধকে হত্যার পর তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাত নয়টা থেকে দুইটার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে মধুখালী থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যবসাদী এলাকার একটি কবরস্থানের পাশে নির্জন স্থান থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধের নাম আবদুল মালেক শেখ (৬৮)। তিনি মধুখালী পৌরসভার গন্ধারদিয়া এলাকার মৃত আনসার শেখের ছেলে। তিনি তিন ছেলে ও দুই মেয়ের বাবা।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মৃধা বলেন, কবরস্থানের উত্তর দিকে রাস্তার পাশে পড়ে ছিল রিকশাচালকের লাশ। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বৃদ্ধ আবদুল মালেক শেখ। তিনি সাধারণত সন্ধ্যার পর রিকশা নিয়ে বের হয়ে গভীর রাত পর্যন্ত চালাতেন। প্রতিদিন রাত ১২টা থেকে ১টার মধ্যে বাড়িতে ফিরতেন তিনি। বুধবার রাতে তিনি বাড়ি না ফেরায় আজ সকালে স্বজনেরা তাঁর খোঁজে বের হন। পরে রায়পুর ইউনিয়নের ব্যবসাদী এলাকায় কবরস্থানের উত্তর দিকে জঙ্গলে বৃদ্ধের লাশ পাওয়া যায়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বৃদ্ধের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।