শ্রীনগরে বেপরোয়া অটো কেড়ে নিল শিশুর প্রাণ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে অপর শিশু হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব দেউলভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম সোহানা আক্তার (৬)। সে উপজেলার পূর্ব দেউলভোগ গ্রামের হুমায়ুনের মেয়ে। আহত শিশুটি হলো মুনিয়া আক্তার (৪)। সে একই গ্রামের ইসমাইলের মেয়ে। মুনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে মুনিয়া, সোহানা ও মুনিয়ার বাবা ইসমাইল দেউলভোগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ষোলঘর এলাকা থেকে আসা একটি অটোরিকশা মুনিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে অটোরিকশাচালক আশরাফ আলী তড়িঘড়ি পালিয়ে যাওয়ার জন্য অটোরিকশাটি সোহানার ওপর দিয়ে চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহানা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।