শ্রীপুরে নিখোঁজ কিশোরের লাশ পাওয়া গেল পুকুরে

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ এক কিশোরের লাশ পাওয়া গেছে পুকুরে। আজ মঙ্গলবার শ্রীপুর পৌর শহরের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া কিশোরের নাম মো. সুলতান (১৫)। তার বাবা মো. রমজান চটপটি দোকানদার। শ্রীপুর পৌর শহরের ফরেস্ট অফিসের পাশের রেললাইনের জায়গায় বাবার সঙ্গে থাকত সুলতান। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বালিপাড়া গ্রামে। সুলতান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

স্বজন ও প্রতিবেশী আসাদুজ্জামান বলেন, গতকাল সোমবার বেলা একটার দিকে সুলতান বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। রাতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। শেষ পর্যন্ত আজ বেলা একটার দিকে ফরেস্ট অফিসের পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী লাশটি উদ্ধার করেন। সুলতান সাঁতার জানত না। পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

শ্রীপুর থানার উপপরিদর্শক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, থানায় এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।