শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে পড়ে ছিল তরুণের লাশ

লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচ থেকে এক তরুণের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বেলা ১১টা পর্যন্ত পুলিশ ওই তরুণের নাম-পরিচয় জানতে পারেনি।

সোনাকর গ্রামের কাজী রাসেল জানান, সোনাকর বাসস্ট্যান্ড থেকে ৩০০ গজ পূর্বে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে লাশটি পড়েছিল। নিহত তরুণের পরনে ছিল কালো রঙের শার্ট ও লুঙ্গি। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিদ্যুৎ–সংযোগ পরীক্ষা করার টেস্টার, রেঞ্জ, কাটার। খুঁটির ওপরে ট্রান্সফরমারের কাছাকাছি কিছু লোহার রড পাওয়া গেছে। রডগুলো খুঁটিতে ওঠার কাজে ব্যবহৃত হয়।

কাজী রাসেল বলেন, ওই ট্রান্সফরমারের সঙ্গে সংযুক্ত মো. শরিফের বাড়ির বৈদ্যুতিক সংযোগটিও কাটা অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণের মৃত্যু হতে পারে বলে স্থানীয় ব্যক্তিদের ধারণা। তিনি জানান, এর আগেও সোনাকর গ্রাম ও আশপাশের দুই-তিন জায়গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. হাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে সব কিছু দেখে মনে হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তিনি জানান, আজ ভোরে ওই এলাকার বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় এক গ্রাহক ফোন করে সংযোগ বিচ্ছিন্নের কথা জানান। এরপর সাবস্টেশনে দায়িত্বরত আবদুর রহিম ওই এলাকার সংযোগটি ট্রায়াল দিলে টিকে যায়। সকালে ওই বিদ্যুতের খুঁটির নিচে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

সোনাকর গ্রামের বাসিন্দা আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, লাশটি উপুড় হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে, বিদ্যুৎ থাকা অবস্থায় ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে কেউ চিনতে পারছেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক তাজমুল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে। কিন্তু তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।