শ্রীপুরে মহাসড়কে ট্রাক উল্টে নিহত ২
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন হলেন মালেকা বেগম (৫০)। তাঁর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। নিহত অপরজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তবে তাঁর নাম জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, সকালে লবণবাহী একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এমসি বাজার এলাকায় হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে পথচারী এক নারী ও অটোরিকশাটির চালক ঘটনাস্থলেই মারা যান।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর নিহত নারীর পরিচয় শনাক্ত হওয়া গেছে। তবে নিহত ব্যাটারিচালিত অটোরিকশার চালকের পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।