শ্রীমঙ্গলে মে দিবসে চা শ্রমিক ইউনিয়নের সমাবেশ
মহান মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ রোববার দুপুরে চা–শ্রমিকদের সমাবেশ হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। পরে সংগঠনটির ২০২০-২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জায়গা থেকে চা–শ্রমিকেরা দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মাজদিহী চা–বাগানের নাট মন্দিরে এসে যোগ দেন। হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও চা শ্রমিক ইউনিয়নের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা।
চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ কন্দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, উপদেষ্টা অঞ্জন দত্ত ও পরাগ বাড়ই, বাংলাদেশি চা সংসদের আহ্বায়ক ও ফিনলে টির সিইও তাহসিন আহমেদ চৌধুরী প্রমুখ।
রামভজন কৈরি প্রথম আলোকে বলেন, ‘চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবছরই মে দিবস উপলক্ষে সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়। চা–শ্রমিকেরা এখনো নির্যাতিত ও নিপীড়িত। এই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের অধিকার ন্যায্য দাবি তুলে ধরি। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাই।’
রামভজন কৈরি আরও বলেন, চা–বাগান সৃষ্টি হওয়ার প্রায় পৌনে ২০০ বছর হয়ে গেছে। এখনো চা–শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার পাননি। শ্রমিকদের মজুরি খুবই কম। শ্রমিক-মালিক দ্বিপক্ষীয় চুক্তি মালিক পক্ষ মানছে না। ২০১৯ সালে শ্রমিকদের মজুরি ১২০ টাকা করা হয়েছিল। ২০২২ সালে এসে ১২০ টাকাই মজুরি রাখার জন্য মালিকপক্ষ পাঁয়তারা করছে। শ্রমিকদের উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।