default-image

নোয়াখালীর চাটখিল উপজেলায় শনিবার সকালে এক বৃদ্ধের করোনা শনাক্ত হওয়ার পর দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা হলো ৫৫।

মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আনোয়ার হোসেন (৭০)। তিনি উপজেলার বদলকোর্ট ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা ফোকাল পারসন তামজিদ হোসেন প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আনোয়ার হোসেন। অক্সিজেনের মাত্রা অনেক কম দেখে তাঁকে জেলা সদরের কোভিড-১৯ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু পরিবারের সদস্যরা তাতে রাজি হননি। তাঁরা লিখিত অঙ্গীকারনামা দিয়েই হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। শনিবার সকাল ১০টার দিকে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে গত পাঁচ দিনে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই করোনা রোগীর মৃত্যু হলো। এতে উপজেলায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পাঁচজনের।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন