সখীপুরে নবগঠিত দুই ইউপিতে প্রশাসক নিয়োগ

টাঙ্গাইলের সখীপুরে নবগঠিত দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। চিঠি সূত্রে জানা যায়, নবগঠিত বড়চওনা ইউপিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ইউপির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোরাদ হোসেন, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. হজরত আলী ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

আরেক নবগঠিত হতেয়া-রাজাবাড়ি ইউপিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর আলম, উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আমির আলী, উপসহকারী প্রকৌশলী (বিএডিসি) মো. রুবেল মিয়া ও এলজিইডির সার্ভেয়ার মো. ফরমান আলী।

দুই চিঠিতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্য হিসেবে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ১২০ দিনের বেশি সময় দায়িত্বে থাকতে পারবেন না। কোনো কারণে এ আইনের বিধান অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে বিস্তারিত কারণ উল্লেখসহ মেয়াদ বৃদ্ধির জন্য চিঠি দিতে হবে। এ ছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যেই দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ করতে হবে।

জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে উপজেলার ৫ নম্বর হাতিবান্ধা ইউনিয়নকে ভাগ করে ৫ নম্বর হাতিবান্ধা ও ৯ নম্বর হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন গঠন করা হয়। অন্যদিকে ৬ নম্বর কালিয়া ইউনিয়নকে দ্বিখণ্ডিত করে ৬ নম্বর কালিয়া ও ১০ নম্বর বড়চওনা ইউনিয়ন গঠন করা হয়। গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট প্রকাশ করে।