সখীপুরে বিদ্যুৎ কার্যালয়ের ভুলে দিনমজুর সুনীল আবারও কারাগারে

টাঙ্গাইলের সখীপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দিনমজুর সুনীল কোচ
ছবি: সংগৃহীত

অনীল কোচ ও সুনীল কোচ দুই ভাই। অনীল বড় ও সুনীল ছোট। সুনীল কোচ (৪০) দিনমজুর। অনীলের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ১০ বছর ধরে বসবাস করেন সুনীল। অনীলের বাড়িতে বিদ্যুৎ–সংযোগ আছে। কিন্তু সুনীলের বাড়িতে বিদ্যুৎ–সংযোগ না থাকলেও সখীপুর বিদ্যুৎ কার্যালয় ভুল করে অনীলের স্থলে সুনীলকে আসামি করে মামলা করে। সেই মামলায় গতকাল রোববার রাতে সুনীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সুনীলকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে এই ভুল মামলায় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সুনীল পাঁচ দিন কারাভোগ করেছেন। সুনীল কোচ উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের ছেলে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সখীপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুন মাসে অবৈধ বিদ্যুৎ–সংযোগের অভিযোগে উপজেলার কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের বড় ছেলে অনীল কোচের বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযোগে বিদ্যুৎ কার্যালয় অনীলের নামে মামলা করতে গিয়ে ভুলক্রমে তাঁর ছোট ভাই সুনীলের নাম উল্লেখ করে। অথচ সুনীলের বাড়িতে তখন কোনো বিদ্যুৎ–সংযোগ ছিল না। এ মামলায় আদালত সুনীলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর প্রথমে সুনীলকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ওই বছরের ২৪ সেপ্টেম্বর ‘সখীপুরে বিদ্যুৎ কার্যালয়ের ভুলে অন্যজন চার দিন ধরে কারাগারে’ শিরোনামে প্রথম আলো ছাপা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে পাঁচ দিন কারাবাসের পর সুনীল জামিনে ছাড়া পান। চার বছর পর একই মামলায় সুনীলকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সুনীলের বড় ভাই অনীল আজ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে বাড়িতে তিনি পিডিবির সংযোগ নেন। মিটারে আসা নিয়মিত বিল পরিশোধ করলেও ২০১৮ সালের জুন মাসে পিডিবি বিল বকেয়ার অভিযোগে তাঁর বাড়ির সংযোগটি বিচ্ছিন্ন করে। ওই সময় বিদ্যুৎ বিভাগ ভুলবশত সুনীল লিখে ফেলে। সুনীল ছোট ভাই। তিনি তাঁর বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বসবাস করেন। সুনীলের বাড়িতে বিদ্যুৎ–সংযোগ ছিল না।

তিনি বলেন, ‘২০১৮ সালের সেপ্টেম্বরে আমার ভাই গ্রেপ্তার হলে আমি বিদ্যুৎ বিভাগের ১৫ হাজার টাকা পরিশোধ করে তাকে জামিনে মুক্ত করে আনি। আমার ও আমার ছোট ভাইয়ের বাড়িতে এখন পল্লী বিদ্যুতের সংযোগ আছে। এখন তো আমার ছোট ভাইয়ের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা নয়। পিডিবি আমার ভাইকে বারবার হয়রানি করছে। পিডিবির বিরুদ্ধে মামলা করা হবে।’

এ বিষয়ে পিডিবির সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘নামের বানান কাছাকাছি হওয়ায় এমনটি হয়ে থাকতে পারে। আমি এ স্টেশনে নতুন যোগ দিয়েছি। সুনীল ও অনীলের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ কারণে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) ছাইফুল ইসলাম বলেন, সুনীলের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের মামলার পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।