সখীপুরে শীতার্তদের জন্য ‘মানবতার দেয়াল’

টাঙ্গাইলের সখীপুরের নলুয়া বাজারে শীতার্তদের জন্য করা 'মানবতার দেয়াল'
প্রথম আলো

'আপনার অপ্রয়োজনীয়, হতে পারে অন্য কারও প্রয়োজনীয়। আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান’—এমন একটি ব্যানার টিনের দেয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে 'মানবতার দেয়াল'। টাঙ্গাইলের সখীপুরে কয়েকজন তরুণ মিলে এই উদ্যোগ নিয়েছেন।

উপজেলার নলুয়া বাজারে যাদবপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের একটি দেয়ালকে ‘মানবতার দেয়াল’ করা হয়েছে। গতকাল বুধবার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আসন্ন শীতে শীতার্তদের সেবায় উদ্যোগটি নেওয়া হয়েছে বলে তরুণেরা জানান।

খোঁজ নিয়ে জানা যায়, দেয়ালটিতে সাঁটানো ব্যানারের পাশে হ্যাঙ্গার ঝোলানো রয়েছে। বাড়িতে থাকা অতিরিক্ত ও অপ্রয়োজনীয় গরম কাপড় এখানে রেখে যাবেন স্থানীয় ব্যক্তিরা। তরুণেরা ওই কাপড়গুলো ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ও শুকিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন। অসহায় শীতার্ত ব্যক্তিরা তাঁদের প্রয়োজন অনুসারে পছন্দমতো কাপড় এখান থেকে নিয়ে যাবেন।

এ উদ্যোগের দলনেতা শাহদাত হোসেন বলেন, ‘দুই দিনে ৩০ থেকে ৪০টি কাপড় আমরা পেয়েছি। গতকাল পাওয়া কিছু কাপড় আমরা ধুয়ে শুকিয়ে রেখেছি। ইতিমধ্যে কিছু কাপড় শীতার্তরা এখান থেকে নিয়ে গেছেন। ব্যাপক সাড়া পাচ্ছি, মনে হচ্ছে এই উদ্যোগ সফল হবে।’

যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক হোসেন বলেন, ‘করোনাকালে দেশের কয়েকটি স্থানে এ ধরনের উদ্যোগের কথা আমরা শুনেছি। সখীপুরের নলুয়া এলাকার তরুণদের এই উদ্যোগের কারণে শীতার্ত ও সুবিধাবঞ্চিতরা উপকৃত হবে।’

যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান বলেন, মানবতার দেয়াল নামের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তরুণদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।