default-image

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দেওবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ইমন। সে উপজেলার দেওবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ইমনের চাচা আবুল হোসেন বলেন, গতকাল রাত সোয়া আটটার দিকে মসজিদে তারাবিহর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইমন। অন্ধকারে সড়ক দিয়ে যাওয়ার পথে তাকে সাপ কামড় দেয়। সে বাড়ি ফিরে আসে। একপর্যায়ে সে অচেতন হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। তার পায়ের আঙুলে সাপের কামড়ের ক্ষতচিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন