সবজির ট্রাকে পোশাকশ্রমিকদের ঢাকায় যাত্রা

সবজির ট্রাকে করে পোশাকশ্রমিকেরা ঢাকায় যাচ্ছেন। শনিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার থেকে তোলা ছবি
প্রথম আলো

কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় পলিথিনে ঢাকা একটি ট্রাক যাচ্ছিল ওই পথ দিয়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রাকটি আটকিয়ে পলিথিন তুলে দেখেন, ভেতরে ১০-১২ বস্তা সবজি আর কয়েকজন নারী-পুরুষ গাদাগাদি করে বসে আছেন। ট্রাক থেকে তাঁদের নামিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। পরে অবশ্য ওই যাত্রীরা প্রায় আধা কিলোমিটার পথ হেঁটে গিয়ে আবারও ওই ট্রাকে চড়েন। আজ শনিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজারে সড়কে এ দৃশ্য দেখা গেছে।

ট্রাকের যাত্রীরা বলেন, তাঁরা সবাই পোশাকশ্রমিক। ঈদের ছুটিতে বাড়িতে এসে কঠোর বিধিনিষেধে আটকে পড়েছিলেন তাঁরা। গতকাল শুক্রবার রাতে তাঁদের জানানো হয়েছে রোববার থেকে গার্মেন্টস খুলবে। তাঁদের কাজে যোগদান করতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, শনিবার সকালে আক্কেলপুর কলেজ বাজার থেকে ৬-৭টি কাঁচামালের ট্রাক যাবে। এসব ট্রাকে করে লোকজন ঢাকায় যেতে পারবে। তাঁরা কাঁচাবাজারে এসে দেখেন, ট্রাকে করে লোকজন ঢাকায় যাচ্ছেন। তাঁরাও ভাড়া দরদাম করে করে ট্রাকে উঠেছেন।

ট্রাকটির যাত্রী আক্কেলপুর উপজেলার ভদ্রকালী গ্রামের মিলন হোসেন বলেন, ‘আজকে রাতে শিফটে আমার ডিউটি আছে। এ কারণে ১ হাজার টাকা ভাড়া দিয়ে সবজির ট্রাকে ঢাকায় যাচ্ছি।’

যাত্রীরা আরও জানান, ট্রাক ছেড়ে দেওয়ার পর আক্কেলপুর এম আর ডিগ্রি কলেজের সামনে তাঁদের ট্রাকটি আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় এক ঘণ্টা পর ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। ট্রাকটি নবাবগঞ্জ সেতুর পূর্ব পাড়ে অপেক্ষা করছিল। প্রায় আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে আবারও ট্রাকে ওঠেন তাঁরা। ঢাকা যেতে তাঁদের কাছে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা ভাড়া চাওয়া হয়েছিল। পরে সবার কাছে ১ হাজার টাকা করে ভাড়া নেওয়া হয়েছে।

ট্রাকটির যাত্রী আক্কেলপুর উপজেলার ভদ্রকালী গ্রামের মিলন হোসেন বলেন, ‘আজকে রাতে শিফটে আমার ডিউটি আছে। এ কারণে ১ হাজার টাকা ভাড়া দিয়ে সবজির ট্রাকে ঢাকায় যাচ্ছি। ট্রাকটি ছাড়ার কয়েক মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ট্রাকটি আটকে দিয়ে আমাদের সবাইকে নামিয়ে দেন। আমরা অনেক অনুরোধ করার পর ট্রাকটি ছেড়ে দেয়।’

বদলগাছি উপজেলার জিধিরপুর গ্রামের আলামীন হোসেন বলেন, লকডাউনে রোববার থেকে গার্মেন্টস খুলবে। কালকে যোগদান করতে না পারলে চাকরি থাকবে না। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে তিনি সবজির ট্রাকে যাচ্ছেন।

ট্রাকচালক আজিজুল ইসলাম বলেন, আক্কেলপুর কলেজ হাটের কাঁচাবাজার থেকে ট্রাকটি ছেড়েছেন। ট্রাকে ১০-১২ বস্তা সবজি আছে। ট্রাকের মালিক নিজে লোকজনের কাছ থেকে ভাড়ার টাকা নিয়েছেন। কত টাকা করে ভাড়া নিয়েছেন, সেটি জানেন না তিনি।