সমালোচনার মুখে কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাটের বাড়তি ভাড়া প্রত্যাহার

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাটের বাড়তি ভাড়া প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইজারাদার এস এম আনোয়ার হোসেন। পাশাপাশি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি টিকিট কাউন্টার চালুসহ বিভিন্ন সুবিধা বাড়ানো হবে।

যাত্রীদের সমালোচনার মুখে আগের ভাড়াই কার্যকর হবে বলে আজ সোমবার নিশ্চিত করেছেন ইজারাদার। তবে ভাড়া আগের অবস্থায় নেওয়া হলে ঘাটের একক ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবি তুলেছে সন্দ্বীপের বিভিন্ন সামাজিক সংগঠন। এ দাবিতে জেলা প্রশাসক ও জেলা পরিষদে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সন্দ্বীপে যাতায়াতের এ ফেরিঘাট দিয়ে দৈনিক দেড় থেকে দুই হাজার মানুষ পারাপার হয়। এ ঘাটে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী একটি জাহাজ চলাচল করে। তবে বেশির ভাগ যাত্রীই স্পিডবোটে চলাচল করে।

১ ফেব্রুয়ারি পূর্বঘোষণা ছাড়াই যাত্রীদের ভাড়া ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেন ইজারাদার। সে সময় টিকিট কাউন্টারের বাইরে হাতে লেখা নোটিশে উল্লেখ করা হয়, যাত্রীদের ভাড়া ২৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকা, হাফ ভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে ঘাট দিয়ে নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা তাৎক্ষণিক প্রতিবাদ করে। পরের দিন প্রথম আলোতে ‘হঠাৎ বেড়েছে ভাড়া, যাত্রীদের ক্ষোভ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

যাত্রীদের ভাড়া বৃদ্ধি নিয়ে সন্দ্বীপের সামাজিক সংগঠনগুলোর প্রতিক্রিয়া শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন সন্দ্বীপের বিভিন্ন সংগঠনের নেতারা।

ভাড়া আগের অবস্থায় নেওয়ার ব্যাপারে ঘাটের ইজারাদার এস এম আনোয়ার হোসেন বলেন, গতকাল রোববার বিকেলে সন্দ্বীপের সাংবাদিকদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেখানে যাত্রীদের ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে আনা, চট্টগ্রাম নগরের হালিশহর একটি টিকিট কাউন্টার চালু করা, ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের বসার জন্য চেয়ার সংখ্যা বৃদ্ধি, ঘাটের কর্মীদের নির্ধারিত পোশাক দেওয়া এবং সন্দ্বীপ উপকূলের কাদামাটি অংশে কাঠের জেটি নির্মাণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো আগামী ১০ দিনের মধ্যে বাস্তবায়নের কথা হয়েছে।

এদিকে ঘাটের একক ইজারামুক্ত করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের নেতারা। ঘাটের উদ্ভূত পরিস্থিতিতে নেতারা সন্দ্বীপের একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম।

মনজুরুল আলম বলেন, একক ইজারা প্রথা বাতিল করে ঘাটে উন্মুক্ত পদ্ধতিতে যাত্রীসেবা চালু, নিরাপদ নৌ চলাচল, যাত্রীদের হয়রানি বন্ধ ও যাত্রীসেবার মান বৃদ্ধি করার দাবিতে ১৩ ফেব্রুয়ারি জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী কর্মসূচি ঠিক করার জন্য আগামী শুক্রবার আবারও বৈঠক হওয়ার কথা।