প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মালবাহী জাহাজের ধাক্কায় ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু হয়েছে। তবে ট্রলারে থাকা ১১ জনের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন এক জেলে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মো. রুবেল (২৭) ও দাসেরহাট গ্রামের মো. মাহফুজুর রহমান ওরফে মাফু মাঝি (২৮)। নিখোঁজ জেলে হলেন হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।

জেলেরা জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রামের গ্যাসফিল্ডসংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে গিয়াসউদ্দিনের ট্রলারের জেলেরা অপেক্ষা করছিলেন।

মালবাহী একটি জাহাজ এসে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। পাশে থাকা মনপুরা উপজেলার কামাল মাঝির ট্রলারের জেলেরা সাগরে নেমে ডুবে যাওয়া ট্রলারের আট জেলেকে উদ্ধার করেন। এ সময় দুই জেলের লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নিখোঁজ অপর এক জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু ও এক জেলে নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ।

মারা যাওয়া দুই জেলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা।