লাশ দেখতে স্থানীয় মানুষের ভিড়। বুধবার দুপুর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুর চর এলাকায়
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাবার সম্পদ ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুর চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুম সরকার (৩৮)। তিনি বসুর চর এলাকার খলিলুর রহমান সরকারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর ছোট ভাই হলেন হৃদয় সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম সরকারের বাবা খলিলুর রহমান সরকারের বালু ব্যবসার কাজে ব্যবহৃত দুটি বাল্ক হেড আছে। আরও আছে স মিলের ব্যবসা। কে কোনটার দায়িত্ব নেবেন ও এসব কীভাবে ভাগাভাগি হবে, এ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাই মাসুম সরকার ও হৃদয় সরকারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় সরকারের লাঠি ও কিল-ঘুষির আঘাতে মাসুম সরকার মারা যান।

নিহত মাসুমের শ্বশুর দ্বীন ইসলাম বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে আগে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না। সম্পদের বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে মাসুমকে হত্যা করেছে হৃদয়। আমরা হৃদয়ের বিচার চাই।’

আজ বুধবার বেলা পৌনে একটার দিকে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে মাসুমের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।