সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে জনসাধারণের মধ্যে জিনিসপত্র বিক্রির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের সিন্ডিকেট রোধে সরকার ব্যর্থ হওয়ায় প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে বলে অভিযোগ করেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতারা। তাঁরা বলেন, দিন দিন দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অথচ সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না।

আজ শনিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বিএনপির নেতারা এসব অভিযোগ করেন। চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম ও শহরের জনসাধারণের মধ্যে জিনিসপত্র বিক্রির দাবিতে এ কর্মসূচি পালন করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি। দক্ষিণ সুরমার কিনব্রিজ এলাকা থেকে মিছিল শুরু হয়ে রেলগেট এলাকায় শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুহিনুর আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল লতিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা।

বক্তারা অভিযোগ করেন, লাগামহীন দুর্নীতি ঢাকতেই সরকার ষড়যন্ত্র করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। এ সময় বক্তারা নির্বাচনকালীন সরকারের হাতে আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

সমাবেশে বিএনপি নেতা এনাম আহমদ, আবদুল হাই, জিলা মিয়া, আফতাব উদ্দিন, আবদুল মালিক, গুলজার আহমদ, ইউনুছ মিয়া, বদরুল ইসলাম, আজমল হোসেন, দেওয়ান আখদ্দুছ খান, শাহ মাহমদ আলী, আলাউদ্দিন আলাই, আসাদ মিয়া, আবদুল মুমিন, শামছুর রহমান, সাজলা আহমদ, জমির উদ্দিন, সাহেদুল ইসলাম, বখতিয়ার হুসেন, নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।