সরাইলে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১

প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা হলো সালমান মিয়া (১৬) ও শরিফ উদ্দিন (১৬)। এ ছাড়া আনাছুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তারা সবাই সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওয়া গ্রামের বাসিন্দা। এ ছাড়া তারা দেওড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর থেকে একটি মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ির দিকে ফিরছিলেন তারা। রাত সাড়ে ৯টার দিকে রাজামারিয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী দুটি ট্রাক মোটরসাইকেলটিকে পর পর দুবার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালমান ও শরিফ নিহত হয়। গুরুতর আনাছুরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু প্রথম আলোকে বলেন, লাশ দুটি হাইওয়ে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।