সরিষাবাড়ীতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে আজ রোববার সকাল নয়টার দিকে চর সরিষাবাড়ী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সাতপোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোরগ প্রতীকের আলমগীর কবিরের সমর্থক ও ফুটবল প্রতীকের শাকিল আহমেদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলমগীর কবির বলেন, ‘ভোটকেন্দ্রে যাওয়ার সময় আমার সমর্থকদের বাধা দেওয়া হয়। আমার ১০ সমর্থককে মারধর করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাকিল আহমেদের লোকজন।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাকিল এই অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পক্ষের মধ্যে একটু পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

চর সরিষাবাড়ী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌসুর রহমান বলেন, ভোটকেন্দ্রের পাশে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।