সরিষাবাড়ীতে পাটের গুদামে অগ্নিকাণ্ড

জামালপুরের সরিষাবাড়ীর সেঙ্গুয়া গ্রামেে অগ্নিকাণ্ডে ভস্মীভুত পাটের স্তূপ। আজ শুক্রবার সকালেপ্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ীতে পাটের গুদামে আগুন লেগে এক ব্যবসায়ীর প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। উপজেলার মহাদান ইউনিয়নে সেঙ্গুয়া গ্রামে আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। মহাদান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও পাট ব্যবসায়ী সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নে সেঙ্গুয়া গ্রামের হাজিবাড়ি মোড়ে  টুকন মিয়ার (৪৫) একটি পাটগুদাম আছে। পাট ব্যবসায়ী টুকন মিয়া দেড় হাজার মণ পাট কিনে ওই গুদামে মজুত করে রাখেন। আজ ভোর ৫টার দিকে ওই গুদামে আগুন লেগেছে দেখে এলাকার লোকজন টুকন মিয়াকে খবর দেন। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা  ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে আমার দেড় হাজার মণ পাটসহ গুদাম পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে হয়েছে। এখন উপায় করমু কী?
টুকন মিয়া, ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী টুকন মিয়া বলেন, ‘অগ্নিকাণ্ডে আমার দেড় হাজার মণ পাটসহ গুদাম পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে হয়েছে। এখন উপায় করমু কী?’

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ইদ্রিশ আলী জানান, আড়াই ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আগুনে ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা করা হবে।