সরিষাবাড়ীতে বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

বজ্রপাত
ফাইল ছবি : রয়টার্স

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শুক্রবার মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাকিল আহমেদ (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শাকিল আহমেদ শুয়াকৈর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আজ সকাল সাতটায় শুয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল আহমেদ পাশের জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় ভারী বর্ষণের মধ্যে বজ্রপাত হয়। বজ্রপাতে শিক্ষার্থী শাকিল গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে শাকিলের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিল শুয়াকৈর জমশেদ আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আনোয়ার হোসেন বলেন, ‘ছেলে আমার মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, তাঁদের এ বিষয়ে কেউ কিছু জানাননি।