default-image

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বেলা ২টায় ভোট চলাকালে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবির তালুকদার বলেন, ‘সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলে। এরপরই আমাদের ধানের শীষের এজেন্ট বের করে দেওয়া হয়। পরে নৌকার পক্ষে সিল মারা হয়েছে। ৬টি ভোটকেন্দ্রে মেয়রের ব্যালট পেপার দেওয়া হয়নি। প্রিসাইডিং কর্মকর্তার কক্ষ থেকে নৌকায় সিল মেরে বাক্সে ঢোকানো হয়েছে। ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন