default-image

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ও তাঁর স্ত্রী সুরভী চৌধুরীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সাংসদের ভাই লিটন চৌধুরী আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

লিটন চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার সাংসদের ও গতকাল শুক্রবার তাঁর স্ত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তাঁরা বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। গতকাল এলাকার বিভিন্ন মসজিদে এই দম্পতির রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। দ্রুত আরোগ্য লাভে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন