default-image

সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজীপুর) আসনের সাংসদ তানভীর শাকিল জয়ের দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন সাংসদের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মিন্টু।

মোহাম্মদ মিন্টু বলেন, সাংসদ তানভীর শাকিল তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের বিভিন্ন এলাকায় কর্মসূচি শেষ করে গত শনিবার ঢাকায় যান। পরের দিন তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ফল আসে। সাংসদ এক মাস আগে করোনার টিকা নিয়েছিলেন। সাংসদের বাবা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম করোনায় সংক্রমিত হয়েছিলেন। করোনা নেগেটিভ হওয়ার কয়েক দিন পর তিনি মারা যান বলে মোহাম্মদ মিন্টু জানান।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন