default-image

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ তানভীর হাসানের দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। আজ রোববার তাঁর করোনা পজিটিভ ফল পাওয়া যায়। তিনি বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন বলে তাঁর বড় ভাই গোলাম কিবরিয়া জানিয়েছেন।

গত বছরের ২১ সেপ্টেম্বর সাংসদ তানভীর হাসানের প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। তখন তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন থেকে সুস্থ হন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন