সাংসদ নূর মোহাম্মদ ও তাঁর ছেলের করোনা শনাক্ত

সাংসদ নূর মোহাম্মদ
প্রথম আলো

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ এবং তাঁর ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুক্রবার বাবা ও ছেলের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভির আহমেদ শুক্রবার রাত ১০টায় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

একই সূত্র জানায়, সাংসদ ও তাঁর ছেলে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। গত বুধবার তাঁরা ঢাকায় সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দেন।
দলীয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে নূর মোহাম্মদ শুরু থেকেই বেশির ভাগ সময় নির্বাচনী এলাকায় অবস্থান করেন। এলাকায় থেকে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কাজে অংশ নেন। একই সঙ্গে ত্রাণ কার্যক্রমেও মাঠে ছিলেন। মাঠে সক্রিয় থাকা অবস্থায় পাঁচ দিন আগে তাঁর শরীরে করোনার উপসর্গ দৃশ্যমান হয়। এরপর তিনি ঢাকায় চলে যান।

সাংসদের ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান জানান, সাংসদ বর্তমানে ঢাকায় নিজের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভির আহমেদ বলেন, সাংসদের নিজের বাড়ি কটিয়াদীতে। যেহেতু নমুনা দিয়েছেন ঢাকায়, সেই কারণে তাঁদের কাছে এ–সংক্রান্ত লিখিত তথ্য নেই। তবে বাবা ও ছেলের সংক্রমণের তথ্য নিশ্চিত হয়েছেন তিনি।