সাগরে ট্রলারডুবি, আরও এক জেলের মরদেহ উদ্ধার

নৌ দুর্ঘটনা
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির পঞ্চম দিনে আরও এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজন ও অন্য জেলেরা আজ বুধবার সুন্দরবনের দুবলার চরের দক্ষিণে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ওই জেলের মরদেহ উদ্ধার করেন।

ওই জেলের নাম মফিজুল ইসলাম (৩২)। তাঁর বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে।

এ নিয়ে ওই রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত আট জেলের মরদেহ উদ্ধার হলো।

এ নিয়ে ওই রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত আট জেলের মরদেহ উদ্ধার হলো। এর আগে গত শনিবার দুজনের, রোববার একজনের, সোমবার দুজনের এবং গতকাল মঙ্গলবার দুজনের মরদেহ উদ্ধার করেন জেলে ও তাঁদের স্বজনেরা। ডুবে যাওয়া সাতটি ট্রলারসহ এখনো অন্তত ছয় জেলে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

জেলেদের বরাত দিয়ে সুন্দরবনের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুবলার চরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গত শুক্রবার রাতে মাছ ধরার সময় আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়েন জেলেরা। এ সময় অন্তত ২১টি ট্রলার ডুবে যায়। এসব ট্রলারে দুই শতাধিক জেলে ছিলেন। তাঁদের অনেকেই সেই রাতে অন্য ট্রলারের সহযোগিতায় তীরে ফিরতে সক্ষম হন। পরদিন শনিবার জেলে-মহাজনেরা সাগর থেকে আরও দেড় শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করেন।